Bnanews24.com
Home » এনআরবিসি ব্যাংকের লেনদেন ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত
ব্যবসা সব খবর

এনআরবিসি ব্যাংকের লেনদেন ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

এনআরবিসি

বিএনএ ডেস্ক :এনআরবিসি ব্যাংকের লেনদেন ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত বিএনএ,ঢাকা: শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এর আগে কোম্পানিটি তালিকাভুক্তির পর থেকে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করেছে। মঙ্গলবার (৩ আগস্ট) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

সোমবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানায়। এনআরবিসি ব্যাংক ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

এর ফলে কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটির কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

বিএনএ নিউজ/ এসবি, ওজি