বিএনএ, ডেস্ক : নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডি’র কর্মকর্তা ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন। বাকি চার আসামি মামলা থেকে খালাস দেয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ও মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল। এছাড়াও তিনজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও একবছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।
খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ও সোহেল।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান এভিনিউ সংলগ্ন গভর্নর হাউজের পাশের ফুটপাতে দুর্বৃত্তরা তাবেলা সিজারকে গুলি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটে দাবি করা হয়। তারপর গুলশান থানায় একটি হত্যা মামলায় হয়।
বিএনএ/ ওজি