29 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো


বিএনএ, ঢাকা : মানবপাচার আইনের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়েছে। আগামী ২৩ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ জুলাই) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান নতুন এ দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন- আলামিন হোসেন ওরফে ডায়মন্ড (২৬), স্বপন হোসেন (২৮), আজম খান (৪৫), নাজিম (৩৬), এরশাদ ও নির্মল দাস (এজেন্ট), আলমগীর, আমান (এজেন্ট) ও শুভ (এজেন্ট)।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেওয়ার নামে মেয়েদের দুবাই পাঠাতেন। দুবাই পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সিআইডি গত জুলাই মাসে আজম খান ও তার দুই সহযোগী ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়নাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়া গ্রেপ্তার হন আজমের এ দেশীয় প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন।

উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। বিভিন্ন অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

বিএনএ নিউজ/এসবি/এইচ.এম/হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ
ভারতীয় প্রেমচাঁদ ফেলোশিপ পেতে যাচ্ছেন রাবি অধ্যাপক সফিকুন্নবী সামাদী আনোয়ারায় ঘুমের মধ্যে স্ট্রোক করে যুবকের মৃত্যু উত্তরাঞ্চলবাসীদের আঞ্চলিকভাবে চিন্তা না করার আহ্বান : সমাজকল্যাণ উপদেষ্টা কাঙ্ক্ষিত জাতি গঠনে শিক্ষক সমাজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে: মুহাম্মদ শাহজাহান নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ কুয়েটে একক ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি 'সারাদেশে ২২০ স্টেডিয়াম হবে জুলাইয়ের শহীদদের নামে' বাংলাদেশে পাকিস্তানের কন্টেইনার জাহাজ, ভারত উদ্বিগ্ন পাঠ্যবই থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি লেবাননের যুদ্ধ বিরতি সিদ্ধান্তে ইরানের সমর্থন