17 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » সব জেলায় আজ বিএনপির সমাবেশ

সব জেলায় আজ বিএনপির সমাবেশ

bnp

বিএনএ ডেস্ক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার (৩ জুলাই) দেশের সব জেলা সদরে সমাবেশ করবে বিএনপি। এসব সমাবেশে কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এর আগে একই দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। এরপর সোমবার দেশের আট মহানগরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়।

গত বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ-সংগঠনের সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। আজ কর্মসূচির শেষ দিন। এরপর একই দাবিতে আরও কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

গত ২২ জুন রাতে গুলশানের বাসায় অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চিকিৎসা শেষে গতকাল গুলশানের বাসায় ফিরেছেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ