27 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » শিক্ষকের পিটুনিতে হাসপাতালে ভর্তি ২ শিক্ষার্থী

শিক্ষকের পিটুনিতে হাসপাতালে ভর্তি ২ শিক্ষার্থী


বিএনএ, ঢাকাঃ   নারায়ণগঞ্জের রূপগঞ্জে জসিম উদ্দিন নামে এক শিক্ষক স্কুলের ভেতরে চুমকি নিয়ে খেলা করায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে দুই শিক্ষার্থী একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

শনিবার (২ জুলাই) ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা হাজী নুর উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে ঘটে এ ঘটনাটি।

ওই আহত শিক্ষার্থীরা হলেন, উপজেলার তারাব পৌরসভার বরপা বাগান বাড়ি এলাকার মৃত মোমেন ভূইয়ার মেয়ে তানজিলা আক্তার (১৪) ও একই উপজেলার তারাব পৌরসবার বরপা কর্নগোপ এলাকার রাসেল মিয়ার মেয়ে সামিয়া সিমি নিশী (১৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সাড়ে ১২টার দিকে বরপা হাজী নুর উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ঈদের ছুটি ঘোষনা করেন শিক্ষক। এই আনন্দে ছাত্রীরা সবায় চুমকি মাখামাখি করে।

পরে ওই দুই ছাত্রীকে শিক্ষক জসিম (৫৫), বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে খবর দিয়ে নিয়ে বাঁশের বেত দিয়ে এলোপাথারী ভাবে স্বজোরে বেত্রাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।

পরে এসময় আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়েয়ে মাটিতে লুটে পড়ে যায়। পরে তাদেরকে ওই বিদ্যালয়েল অন্য শিক্ষকরা তাদেরকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত শিক্ষকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফএম সায়েদ বলেন, শিক্ষার্থীকে মারপিটের একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহ্ নুসরাত জাহান বলেন, খবর পেয়েছি হাসপাতালে শিক্ষা অফিসারকে পাঠিয়েছি তদন্ত করার জন্য। তদন্ত করার পর আনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ