21 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইসরাইল-সৌদি সম্পর্ক সরাসরি হুমকি

ইসরাইল-সৌদি সম্পর্ক সরাসরি হুমকি


বিএনএ, বিশ্বডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র প্রভাবশালী নেতা শেইখ নাবিল কাউক বলেছেন, সৌদি আরব যদি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে তা লেবানন, ফিলিস্তিন ও সিরিয়াসহ গোটা মুসলিম বিশ্বের জন্যই হুমকি হিসেবে গণ্য হবে। একই সঙ্গে এই পদক্ষেপ মুসলমানদেরকে পেছন থেকে ছুরি মারা হিসেবে বিবেচিত হবে।

মার্কিন সরকারের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া চলছে বলে ইসরাইলি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এই প্রতিক্রিয়া দেখালেন হিজবুল্লাহর এই নেতা।

হিজবুল্লাহর কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য নাবিল কাউক আরও বলেছেন, প্রতিরোধ শক্তির বিরুদ্ধে ইসরাইলের হুমকিতে কোন লাভ হবে না। এসব হুমকির কারণে লেবাননের অবস্থানে পরিবর্তন আসবে না।

সম্প্রতি ইসরাইলি সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পশ্চিম এশিয়া সফরের সময়ই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।খবর পার্সটুডে

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ