22 C
আবহাওয়া
৬:২০ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজশাহীতে একদিনে আক্রান্ত ও উপসর্গে আরো ১৩ মৃত্যু

রাজশাহীতে একদিনে আক্রান্ত ও উপসর্গে আরো ১৩ মৃত্যু

করোনা, রামেকে একদিনে প্রাণ গেল ১০ জনের

বিএনএ, রাজশাহী : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্তে ৫ জন ও উপসর্গে ৮ জনসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ নয়জন ও নারী চারজন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

তিনি জানান, গত একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২১৫ জন ও উপসর্গ নিয়ে ২৬৩ জন ভর্তি রয়েছেন। গত একদিনে রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১১১ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ