25 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিদেশগামীদের টিকার নিবন্ধন শুরু

চট্টগ্রামে বিদেশগামীদের টিকার নিবন্ধন শুরু

টিকা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বিদেশগামী কর্মীদের করোনার টিকা গ্রহণের নিবন্ধন শুরু হয়েছে। জেলা কর্মসংস্থান অফিসে পালা করে মহানগর ও উপজেলা ভিত্তিক নিবন্ধনের সুযোগ রয়েছে।

শুক্রবার (২ জুলাই) থেকে অ্যাপসের মাধ্যমে শর্ত মেনে নিবন্ধন শুরু করেছেন বিদেশগামী কর্মীরা। বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।

তিনি জানান, করোনা সংক্রমণের সময়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও মহানগরকে ভাগ করে নিবন্ধনের তারিখ নির্ধারণ করেছে জেলা কর্মসংস্থান অফিস। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। নিবন্ধনের জন্য পাসপোর্ট, ভিসা ও টিকিটের পাশাপাশি সরকার নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

জহিরুল আলম মজুমদার বলেন, বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত কর্মীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন সফল হলে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে। ম্যাসেজ না পাওয়া পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে জমায়েত হয়ে টিকা পাওয়ার সুযোগ নেই। তাই কর্মীদের ম্যাসেজ না পাওয়া পর্যন্ত কোথাও ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ জুলাই) থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকার এই নিবন্ধন কার্যক্রম চলবে। ২ ও ৩ জুলাই শুধুমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদেশগামীরা নিবন্ধন করতে পারবেন।

অন্যদিকে ৪ জুলাই বোয়ালখালী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিদেশগামীরা নিবন্ধন করতে পারবেন। এভাবে ৫ জুলাই হাটহাজারী ও রাউজান উপজেলা, ৬ জুলাই রাঙ্গুনিয়া, পটিয়া ও চন্দনাইশ উপজেলা, ৭ জুলাই ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলা, ৮ জুলাই সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলা এবং ৯ জুলাই লোহাগাড়া, বাঁশখালী ও মিরসরাই উপজেলার বিদেশগামীরা নিবন্ধন করতে পারবেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলা কর্মসংস্থান অফিসে নাম নিবন্ধন করেছেন তারা সুরক্ষা অ্যাপ বা www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে টিকার নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা ২০২১ সালের আগে জেলা কর্ম সংস্থান অফিসে নাম নিবন্ধন করেছেন তাদেরকে ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধন করতে হবে প্রথমে। তারপর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। অথবা সরাসরি আগ্রাবাদ জেলা কর্ম সংস্থান অফিসে নিবন্ধনের জন্য যেতে পারবেন। নিবন্ধনের জন্য পাসপোর্ট, ভিসা ও টিকিটের পাশাপাশি সরকার নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ