বিএনএ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মেগা প্রজেক্ট দিয়ে স্বজন তোষণের অর্থনীতি চালু করেছে সরকার। গণতান্ত্রিক সরকার নয় বলেই গতানুগতিক বাজেট দিয়ে সাধারণ মানুষের প্রতি অবিচার করা হচ্ছে । বৃহস্পতিবার (৩ জুন) বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরো অর্থনীতিটাকে তারা যে মডেলে আজ দাঁড় করিয়েছে, এটা একটা স্বজন তোষণের অর্থনীতি। তারা লাভবান হলেই তাদের সন্তুষ্টি। কিন্তু বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের আজকে চাকরি নাই, ব্যবসা নাই। যে সমস্ত বরাদ্ধ তারা দিয়েছে, এগুলো লোক দেখানো বরাদ্ধ।
এদিকে, আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিএনএ/ ওজি