35 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » এ বছরও হজে যেতে পারবেনা বাংলাদেশিরা

এ বছরও হজে যেতে পারবেনা বাংলাদেশিরা

এ বছরও হজে যেতে পারবেনা বাংলাদেশিরা

বিএনএ, ঢাকা : করোনার কারণে সৌদি আরবের অনুমতি না থাকায় গত বছরের মতো এ বছরও  হজযাত্রী পরিবহণ বন্ধ থাকবে।তবে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।বাজেটে মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে এ ঘাটতির পরিমাণ ছিল ৬ শতাংশ।

এটি দেশের ৫০ তম, আওয়ামী লীগ সরকারের ২১ তম ও বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট। বর্তমান অর্থমন্ত্রী তৃতীয় বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ