18 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে যুবককে কুপিয়ে হত্যা

খাগড়াছড়িতে যুবককে কুপিয়ে হত্যা


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় রাহুল কর্মকার (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নিহত রাহুল সুধীর মেম্বার পাড়ার মৃত তপন কর্মকারের ছেলে।

বুধবার (৩ মে) উপজেলার বোয়ালখালী (সদর) ইউনিয়নের সুধীর মেম্বার পাড়ায় সকাল ৯টায় পাকা সড়কের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

ইউপি সদস্য ইব্রাহিম কালু জানান, নিহতের পিছন দিকে মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন,বিএম

Loading


শিরোনাম বিএনএ