21 C
আবহাওয়া
১১:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » খার্তুম থেকে পোর্ট সুদান পাঁচ শতাধিক বাংলাদেশি

খার্তুম থেকে পোর্ট সুদান পাঁচ শতাধিক বাংলাদেশি

সুদান

বিএনএ ডেস্ক: সুদানের রাজধানী খার্তুম থেকে ৫০০-এর বেশি বাংলাদেশি নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছে। মোট ১৩টি বাসের মধ্যে ১০টি বাস ইতোমধ্যে পৌঁছে গেছে এবং বাকি তিনটি বাস পথে রয়েছে বলে জানিয়েছেন সুদানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং সেখানকার প্রায় ১ হাজার ৫০০-এর মধ্যে ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার আগ্রহ প্রকাশ করেছেন।

তারেক আহমেদ বলেন, পোর্ট সুদানে একটি স্কুল বিল্ডিংয়ে বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং যে কয়েক দিন তারা এখানে থাকবে, তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। স্কুল বিল্ডিংয়ে মোট আটটি রুম আছে এবং আরেকটি খোলা জায়গায় শামিয়ানা টাঙানো হয়েছে।

পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের নিরাপদে জেদ্দায় পাঠানো হবে। সৌদি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে। এ জন্য সৌদি কর্তৃপক্ষ সহায়তা করছে বলে তিনি জানান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, যেসব বাংলাদেশির কাছে পাসপোর্ট আছে, তাদের ডকুমেন্ট সৌদি কর্তৃপক্ষকে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তাদের ভিসার জন্য। এ ছাড়া যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল পারমিট ইস্যু করে সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সৌদি জাহাজে জায়গা থাকা সাপেক্ষে বাংলাদেশিরা জেদ্দায় যাবে জানিয়ে তিনি বলেন, ওই জাহাজে অন্য দেশের নাগরিকরাও ভ্রমণ করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ