23 C
আবহাওয়া
১:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৭ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৭ মরদেহ উদ্ধার

মরদেহ

বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে দুই কিশোরীসহ মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মে) বিকালে রাজ্যটির হেনরিয়েটা শহর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

১৪ বছরের ইভি ওয়েবস্টার ও ১৬ বছরের ব্রিটানি ব্রুয়ার ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার পর তাদের খুঁজছিলো পুলিশ। অবশেষে জেসি ম্যাকফাডিন নামক এক ব্যক্তির বাড়িতে পাওয়া যায় তাদের মরদেহ। সেখানে ম্যাকফাডিনসহ তার পরিবারের সদস্যদেরও মরদেহ উদ্ধার করে পুলিশ। ম্যাকফাডিনকে সঙ্গে নিয়েই দুই কিশোরী সফরে বেরিয়েছিলেন বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা এডি রাইস বলেন, ‘এটি একটি দুর্ঘটনা।’তিনি বলেন, যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেন যেখানে থাকতেন সেখানে অফিসাররা তল্লাশি চালিয়েছেন। তখন সেখানে ১৪ বছর বয়সি আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সি ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ পাওয়া যায়।

রাইস বলেন, অন্যান্য মৃতদেহ সম্ভবত ম্যাকফ্যাডেন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে। তবে তিনি জানিয়েছেন যে, এখনও লাশ কাদের না শনাক্ত করা যায়নি।

কাউন্টি সোমবারের শুরুতে একটি সতর্কতা জারি করেছিল যে দুটি কিশোর নিখোঁজ। পরে মৃতদেহ পাওয়ার পরে সতর্কতা বাতিল করা হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ