21 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়


বিএনএ, চট্টগ্রাম : করোনার কারণে গত দুই বছর ঈদে বন্ধ ছিল পর্যটন কেন্দ্রগুলো। সাদামাটাভাবে ঈদ পালন করতে হয়েছে নগরবাসীকে। এবার ঈদুল ফিতর উদযাপনে কোনো বিধিনিষেধ না থাকায় গত দুই বছরের উদযাপনের দুঃখ যেন এ ঈদে পুষিয়ে নিয়েছেন চট্টগ্রামবাসী। মঙ্গলবার (৩ মে) প্রতিটি পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

নতুন পোশাক পরে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে এসেছেন অসংখ্য মানুষ।

বৃষ্টিতে কিছুটা ছন্দপতন হলেও বিকেলে দর্শনার্থীদের ভিড় অনেকটাই বৃদ্ধি পায়। পরিবারের সকল সদস্য নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরতে আসেন অনেকে।

চট্টগ্রাম চিড়িয়াখানা, বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল, ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে বেশি ভিড়  লক্ষ করা যায়।  এসব স্পটে বড়দের চেয়ে ছোটদের আনন্দ ও উচ্ছ্বাস বেশি দেখা গেছে। শিশু-কিশোরদের দৌড়াদৌড়িতে ব্যস্ত,বিভিন্ন রাইডে চড়ে শিশুদের পাশপাশি আনন্দে মাতেন সববয়সী মানুষ।

স্ত্রী ও ছেলেকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি জানান, গত দুই ঈদে অনেকটা ঘরেই কাটাতে হয়েছে। এবার ঈদটা স্বাভাবিক পরিবেশে হচ্ছে। তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছি। তবে এখানে এত মানুষ হবে তা চিন্তা করিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ