26 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - মে ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বহু বিদেশি অফিসার ও ভাড়াটে লোকজন ইউক্রেনে যুদ্ধ করছে: রাশিয়া

বহু বিদেশি অফিসার ও ভাড়াটে লোকজন ইউক্রেনে যুদ্ধ করছে: রাশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে বহু বিদেশি সেনা অফিসার এবং ভাড়াটে লোকজন রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

রোববার ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাবরভ একথা বলেন। তবে এসব বিদেশী ভাড়াটে যোদ্ধাদের জাতীয়তা প্রকাশ করেন নি এবং তাদের প্রকৃত সংখ্যাও তিনি উল্লেখ করেন নি।

এর আগে মস্কো জানিয়েছিল যে, রাশিয়ার সেনাদের হাতে বহু বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী দোনবাস এলাকায় হামলা চালাচ্ছে যা প্রকৃতপক্ষে সেখানকার সাধারণ লোকজনকে ভীত সন্ত্রস্ত করে তোলার লক্ষ্যে করা হচ্ছে।

সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের কথা বলছেন, আবার সেই জায়গা থেকে তিনি সরে যাচ্ছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ