বিএনএ, বিশ্ব ডেস্ক : করোনার ভয়াবহ সংক্রমণের কারণে ভারতসহ সাতটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল।
সাতটি দেশে ভ্রমণের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশগুলো হলো ভারত, ইউক্রেন, ব্রাজিল, মেক্সিকো, তুরস্ক, ইথিওপিয়া ও দক্ষিণ আফ্রিকা।
সোমবার (৩ মে) থেকে ১৬ মে পর্যন্ত জারি হওয়া নিষেধাজ্ঞাটি কার্যকর থাকবে। এই সাতটি দেশ থেকে যারা ইসরায়েলে ফেরত আসবে তাদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা যদি ভ্যাকসিন নিয়েও থাকে এবং করোনা থেকে সুস্থ হয়ে তবুও এই আদেশ মানতে হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়।
বিএনএনিউজ/জেবি