17 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » পদ্মায় বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ : নিহত ২৬

পদ্মায় বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ : নিহত ২৬




বিএনএ, মাদারীপুর : মাদারীপুরের শিবচরের বাংলাবাজারে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে বাংলাবাজার -শিমুলিয়া নৌরুটে এ দুর্ঘটনা ঘটে।

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, ভোর ৬টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাঝারি ধরনের একটি স্পিডবোট ২৫-৩০ জন যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হলে স্পিডবোটটি উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় সাঁতরে তীরে উঠছেন ৪ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

ছয় সদস্যের কমিটি

বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহতের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম কমিটির প্রধান।

মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন জানান, নিহতের স্বজনকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।

বিএনএনিউজ/জেবি,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ