14 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গোয়েন্দার জালে

চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গোয়েন্দার জালে

চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গোয়েন্দার জালে

বিএনএ, চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ১ হাজার ২০ ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১ মে) রাতে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলা মধ্যম মার্দাসা গ্রামের কোরবান আলীর ছেলে আহাম্মদ হোসেন(৪০) এবং জোয়ারগঞ্জ থানার পূর্ব হিংগুলী গ্রামের কদমতলা এলাকার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে আরিফুল ইসলাম (২৯)।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা এডিসি শাহ মো. আব্দুর রউফ বলেন, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ) বিভাগের পুলিশ পরির্দশক  শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে  বিশেষ টিম ১১ গোপন সংবাদের ভিত্তিতে ১ মে রাত ১১টা ৩৫ মিনিটে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে  ১০২০ ইয়াবা বড়িসহ আহাম্মদ হোসেন ও মো. আরিফুল ইসলামকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ