29 C
আবহাওয়া
৪:৩৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দরিদ্র রাজমিস্ত্রির স্ত্রী বিধায়ক নির্বাচিত

দরিদ্র রাজমিস্ত্রির স্ত্রী বিধায়ক নির্বাচিত

দরিদ্র রাজমিস্ত্রির স্ত্রী বিধায়ক নির্বাচিত

বিএনএ, ভারত ডেস্ক: চন্দনা বাউরি। পড়াশোনায় ভালো ছিলেন। কিন্তু বাবা মারা যাওয়ার কারণে মাধ্যমিক পাস করে তাকে বিয়ে করতে হয়। এখন তিন সন্তানের মা।

চন্দনার স্বামী বিজেপির ব্লক কর্মী হিসেবে রাজনীতি করতেন। এবছর বাঁকুড়ার শালতোড়া আসনটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত হয়েছে। আর সেই কারণেই শ্রাবণের স্ত্রী চন্দনাকেই প্রার্থী হিসেবে বেছে নেয় বিজেপি।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সালতোড়া থেকে তৃণমূল প্রার্থীকে ৪ হাজার ভোটে পরাজিত করে  বিধায়ক নির্বাচিত হন।

এনডিটিভির খবরে বলা হয়, চন্দনার প্রার্থীর স্বামী একজন রাজমিস্ত্রি। তার দৈনিক আয় মাত্র ৪০০ রুপি।চন্দনা বাউরির সম্বল বলতে, তিনটি ছাগল, তিনটি গরু (তার মধ্যে একটি আবার বাবার উপহার দেওয়া)এবং একটি মাটির বাড়ি। তিনিই এখনও পর্যন্ত ভোটের সবচেয়ে গরীব প্রার্থী বলে চিহ্নিত হয়েছেন। মনোনয়ন পত্রে হলফনামায় তিনি লিখেছেন তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩১ হাজার ৯৮৫ রুপি। এ ছাড়া তার স্বামীর সম্পত্তি রয়েছে ৩০ হাজার ৩১১ টাকার।

এই অতি দরিদ্র প্রার্থী বাঁকুড়া শালতোড়া একটি প্রত্যন্ত অঞ্চলে কাঁচা বাড়িতে থাকেন।তার বাড়িতে পানীর কোন সংযোগ নেই। ঘরে আসবাব বলতে একটি টিনের বাক্স, বাচ্চাদের পড়ার বই রাখার জন্য একটি ছোট টেবিল।

বিএনএনিউজ/ এসজিএন

Loading


শিরোনাম বিএনএ