18 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » নায়ক সোহেল চৌধুরী হত্যার যুক্তি উপস্থাপন ২৮ এপ্রিল

নায়ক সোহেল চৌধুরী হত্যার যুক্তি উপস্থাপন ২৮ এপ্রিল

নায়ক সোহেল চৌধুরী হত্যার যুক্তি উপস্থাপন ২৮ এপ্রিল

আদালত প্রতিবেদক: নব্বই দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ ৯ জনের বিরুদ্ধে করা মামলার অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

বুধবার (৩ এপ্রিল) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর ভারপ্রাপ্ত বিচারক মাসফিকুর রহমান এদিন ধার্য করেন। এদিন মামলার অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। ট্রাইব্যুনালের বিচারক বদলি হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক যুক্তি উপস্থাপনের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেন।

মামলায় আসামিরা হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, তারেক সাঈদ মামুন, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন, ফারুক আব্বাসী, আদনান সিদ্দিকী, দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এ হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

বিএনএনিউজ/ এসবি/ বিএম

Loading


শিরোনাম বিএনএ