27 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিরাজের ফিফটির পর তাইজুলের বিদায়

মিরাজের ফিফটির পর তাইজুলের বিদায়

ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: চতুর্থ দিনে ৪৪ রান নিয়ে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ আজ পঞ্চম দিনের শুরুতেই তুলে নেন ফিফটি। ৬২ বল খেলে ৮টি চারে তিনি টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি স্পর্শ করেন। তবে মিরাজের ফিফটির পর পরই বিদায় নেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান তাইজুল ইসলাম। ১০ রান নিয়ে দিন শুরু করা তাইজুল ব্যক্তিগত ১৪ রানে কামিন্দু মেন্ডিসের বলে বিশ্ব ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। মিরাজের সঙ্গে অষ্টম উইকেটে দলীয় সংগ্রহে ৩৮ রান যোগ করে যান তিনি।

৭২ ওভার শেষে বাংলাদেশের রান হয়েছে ৮ উইকেটে ২৮১। শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে ২৩০ রানে। মিরাজ ৫২ রানে ব্যাট করছেন। তার সঙ্গে শূন্যরানে আছেন হাসান মাহমুদ।

পঞ্চম দিনের খেলা শুরু

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হয়েছে। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। পিছিয়ে ছিল ২৪৩ রানে। মেহেদী হাসান মিরাজ ৪৪ ও তাইজুল ইসলাম ১০ রান নিয়ে অপরাজিত ছিলেন। তারা দুজন আজ পঞ্চম দিনে ব্যাট করতে নেমেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ