14 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনুধাবন ও অনুসরণ করে নিজেকে পরিশুদ্ধ করা সম্ভব। সোমবার (৩ এপ্রিল) উপজেলা পরিষদের অপরাজিতা হল রুমে বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন।

ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। এতে বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দীন, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জোনাল ম্যানেজার মো.এমরান গণি, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শাহাজাদা এসএম মিজানুর রহমান, শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো.নুরুন্নবী চৌধুরী ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মো.শহীদুল্লাহ্ চৌধুরী।

উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি এমএ মন্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সহ সভাপতি রাজু দে, সদস্য প্রলয় চৌধুরী মুক্তি, আল সিরাজ ভাণ্ডারী, পুজন সেন, রবিউল হোসাইন, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, শাহদাত হোসেন জুনায়েদী ও আবু নাঈম।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ নুর আলকাদেরী।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ