29 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ইয়াবা মামলায় রোহিঙ্গা বাবা-ছেলের কারাদণ্ড

ইয়াবা মামলায় রোহিঙ্গা বাবা-ছেলের কারাদণ্ড

ইয়াবা মামলায় রোহিঙ্গা বাবা-ছেলের কারাদণ্ড

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে ২ লক্ষ ৬৮ হাজার ইয়াবা পাচারের মামলায় কলিম উল্লাহ ও কেফায়েত উল্লাহ নামের দুই রোহিঙ্গাকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। একইসাথে দন্ডিতদের ৫ লক্ষ টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিত ২ জন সম্পর্কে পিতা পুত্র।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সোমবার (৩ এপ্রিল) দুপুরে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম। তিনি জানান, ২ লক্ষ ৬৮ হাজার ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা পিতা-পুত্র কলিম উল্লাহ ও কেফায়েত উল্লাহকে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

দন্ডিতরা হলেন, কলিম উল্লাহ কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাহিদ হোসাইন ও ফাতেমা খাতুনের পুত্র এবং অপরজন দন্ডিত কলিম উল্লাহ’র পুত্র কেফায়েত উল্লাহ। রায় ঘোষণার সময় দন্ডিত আসামীদ্বয় আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং দন্ডিত আসামীদ্বয়ের পক্ষে অ্যাডভোকেট এম. এ বারী মামলাটি পরিচালনা করেন।

বিএনএনিউজ/ শাহীন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত ১ বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার ১ নভেম্বর হতে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশে শিল্প স্থাপনে জাপানের প্রতি আহ্বান ক্রীড়া উপদেষ্টার জাপানে শতবর্ষী নাগরিকের সংখ্যা ৯৫ হাজার ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ ঝিনাইদহে দুই শিবিরকর্মী হত্যার দায়ে ৮পুলিশসহ ২৩জনের বিরুদ্ধে মামলা জুলাই গণহত্যায় উসকানিদাতা কবি-সাংবাদিক হলেও রেহাই নেই : নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দর মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ