22 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্প

বিএনএ বিশ্বডেস্ক : পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় সোমবার ভোরে আঘাত হানে ভূমিকম্পটি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪ মিনিটে ভূমিকম্পটি ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদের ৮০ কিলোমিটার (৪৯.৭১ মাইল) গভীরে ভূমিকম্প সংঘঠিত হয়।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা নেই।

ইউএসজিএস অনুমান করেছে, ৪৫ লাখ মানুষ এ ভূমিকম্প অনুভব করতে পারেন, যার মধ্যে সাড়ে ৪ লাখ মানুষ মানুষ ‘শক্তিশালী’ কম্পন অনুভব করতে পারেন।

গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছিল।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ