20 C
আবহাওয়া
৯:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহীতে ২ কৃষকের আত্মহত্যা; গ্রেপ্তার সাখাওয়াতের নিয়োগ বাতিল

রাজশাহীতে ২ কৃষকের আত্মহত্যা; গ্রেপ্তার সাখাওয়াতের নিয়োগ বাতিল

রাজশাহীতে ২ কৃষকের আত্মহত্যা; সাখাওয়াত গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: রাজশাহীর গোদাগাড়ীতে সেচের জন্য পর্যাপ্ত পানি না পেয়ে ২ সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় মামলার আসামি মো. সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১টার দিকে গোদাগাড়ীর চব্বিশনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ইশ্বরীপুর পাম্পের অপারেটর হিসেবে তার নিয়োগ বাতিল করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডি।

পুলিশ জানায়, সাখাওয়াত গোদাগাড়ীর ঈশ্বরীপুর গ্রামের গভীর নলকূপ অপারেটর। তার বিরুদ্ধে গত ২ বছর ধরে পানি সরবরাহে গাফিলতির অভিযোগ ছিল কৃষকদের। তবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অভিযোগ আমলে নেয়নি।

ঈশ্বরীপুরের ওই নলকূপ থেকে অন্তত ১৫০ জন কৃষক তাদের ২৫০ বিঘা জমিতে সেচ দিয়ে থাকেন। ওই নলকূপ থেকে স্থানীয় অধিবাসীরা তাদের খাবার পানি নিয়ে থাকেন।

গত ২৩ মার্চ ২ সাঁওতাল কৃষক ওই নলকূপের কাছে কীটনাশক পান করার পর অভিযোগের বিষয়টি সামনে আসে। অভিনাথ মার্ডি ঘটনার রাতে এবং তার চাচাতো ভাই রবি মার্ডি শুক্রবার রাতে মারা যান।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার সাখাওয়াতের বিরুদ্ধে কৃষি জমিতে সেচের পানি সরবরাহে অবহেলার অভিযোগ আনে। পরে অভিনাথের স্ত্রী বাদী হয়ে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াতকে আসামি করে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ