বিএনএ, গাজীপুর : করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (৩ এপ্রিল) থেকে আগামী ১৪ দিন সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত পরিচালক মো. তবিবুর রহমান।
তিনি বলেন, দেশের প্রত্যেক অঞ্চলে করোনার অস্বাভাবিক সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের জীবন চরম ভাবে হুমকির মধ্যে পড়েছে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং পার্কের কর্মকর্তা-কর্মচারী, বন্যপ্রাণী, পার্কে আসা দর্শনার্থীর নিরাপত্তার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
জানাগেছে, ২০২০ সালের ২০ মার্চ করোনার সংক্রমণ প্রতিরোধের জন্য সাফারি পার্ক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে নভেম্বর মাসে পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
বিএনএ/ এম. এস. রুকন, ওজি