বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ঝগড়া করে রোজিনা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (৩ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। রোজিনা আক্তার ওই এলাকার মো. হানিফের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, টিনশেড বাসায় বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/মনির