22 C
আবহাওয়া
১১:১৯ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » এমএ আজিজ স্টেডিয়াম ব্যবহারের জন্য চট্টগ্রামবাসীর অনুমতি নিতে হবে

এমএ আজিজ স্টেডিয়াম ব্যবহারের জন্য চট্টগ্রামবাসীর অনুমতি নিতে হবে

এমএ আজিজ স্টেডিয়াম ব্যবহারের জন্য চট্টগ্রামবাসীর অনুমতি নিতে হবে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) লীজ দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা। তারা বলেন, স্টেডিয়ামটি চট্টগ্রামবাসীর সম্পদ, এবং এটি ব্যবহারের জন্য বাফুফেকে চট্টগ্রামবাসীর অনুমতি নিতে হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। চট্টগ্রামের বিভিন্ন ক্রীড়া ক্লাব ও সংগঠকের আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার শাহীন আফতাবুর রেজা চৌধুরী।

সংগঠকরা জানান, এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অধীন একটি গুরুত্বপূর্ণ খেলার মাঠ। স্টেডিয়ামটিকে লীজ দেওয়া হলে চট্টগ্রামের খেলোয়াড় ও সংগঠকদের প্রবেশাধিকার সংকুচিত হয়ে পড়বে। মাঠে তালা মেরে রাখা হবে, যা চট্টগ্রামের ক্রীড়ামোদীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, প্রথমে বাফুফে ১০ বছরের জন্য লীজ চাইলেও পরে ২৫ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ স্থানীয় খেলাধুলার জন্য অনুমতির শর্ত আরোপ করলেও এটি বাস্তবায়ন হলে চট্টগ্রামের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সিজেকেএসের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান বলেন, এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রামের সব খেলাধুলার প্রাণকেন্দ্র। এখান থেকে ক্রিকেট, হকি, ভলিবলসহ ৩০টির বেশি খেলা পরিচালিত হয়। এই মাঠ কেবল ফুটবলের জন্য বরাদ্দ দিয়ে অন্যান্য খেলাগুলোর ক্ষতি করা হচ্ছে।

ফ্রেন্ডস ক্লাবের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর বলেন, বাফুফে স্টেডিয়ামটি পেলে আন্তর্জাতিক মানের রুলস চালু করবে। স্থানীয় খেলোয়াড়দের প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে। এটি চট্টগ্রামবাসীর স্টেডিয়াম, বাফুফের নয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, শাহজাদা আলমসহ অন্যরা।

সংগঠকরা অবিলম্বে লীজ বাতিলের দাবি জানিয়ে বলেন, ফুটবলের জন্য নতুন স্টেডিয়াম তৈরি করা যেতে পারে। চট্টগ্রামের স্টেডিয়াম দিয়ে অন্য খেলার ক্ষতি করা চলবে না। জনমত গড়ে তুলে এই সিদ্ধান্ত প্রতিহত করা হবে বলে তারা ঘোষণা দেন।

বিএনএনিউজ / নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ