28 C
আবহাওয়া
৬:৫৮ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » দীঘিনালায় আওয়ামী লীগ নেতা লতিফ মাস্টার গ্রেপ্তার

দীঘিনালায় আওয়ামী লীগ নেতা লতিফ মাস্টার গ্রেপ্তার

দীঘিনালায় আওয়ামী লীগ নেতা লতিফ মাস্টার গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: খাগড়াছড়ির দীঘিনালা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আবদুল লতিফ মাস্টারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। লতিফ মাস্টার খাগড়াছড়ি সদর থানার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ছোট মেরুং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আবদুল লতিফ মাস্টার ছোট মেরুং ১ নং কলোনি এলাকার মৃত নুর হোসেনের ছেলে। তিনি চংড়াছড়ি এসএসইডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মোঃ আব্দুল লতিফের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তন্মধ্যে, খাগড়াছড়ি সদর থানায় দুইটি ও দীঘিনালা থানায় একটি মামলা রয়েছে।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, গেল ৫ আগস্টের পর দীঘিনালা থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীঘিনালা থানা ও মেরুং পুলিশ ফাঁড়ির সহযোগিতায় মোঃ আব্দুল লতিফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ