28 C
আবহাওয়া
৪:৫১ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ফৌজদারহাটে ট্রাকে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

ফৌজদারহাটে ট্রাকে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২


বিএনএ, ঢাকা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকের পেছনে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নারায়ণগঞ্জ জেলা সদরের সৈয়দপুর এলাকার মৃত কালা মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৬২) এবং রহিমা বেগম। তারা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

তাদের মধ্যে আনোয়ার ঘটনাস্থলে এবং রহিমা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আব্দুল মমিন বলেন, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাচ্ছিল। একটি ডাম্প ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আরেকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ