টাঙ্গাইল: কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার(২ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নাটোর বড়াই গ্রামের আলাউদ্দিনের ছেলে রতন (২৭) ও তার ছেলে সানি (৬) এবং শরিফ (৪০)।
তারা বাসযোগে নাটোর থেকে ঢাকা যাচ্ছিলেন, পথিমধ্যে বাস নষ্ট হওয়ায় রেল লাইনে হাঁটাহাঁটি করছিলেন,মৃত্যু যেন ওদের টেনে নিয়ে গেল সেখানে।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর গণমাধ্যমকে জানান, রাত ৮টা ২০ মিনিটে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু ঘটে। নিহতরা নাটোর থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলেন বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নষ্ট হয়। এ সময় তারা বাস থেকে নেমে পাশে রেল লাইনে হাঁটাহাঁটি করতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
এ দিকে স্বামী সন্তানের মৃত্যু দেখে জ্ঞান হারিয়ে ফেলেছেন গৃহবধূ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর সাংবাদিকদের জানান, স্থানীয়রা ট্রেনে কাটা পড়ে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিএনএ,এসজিএন/ হাসনা