বিএনএ: দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ২০টি শয্যা প্রস্তুত করতে অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের ২৮ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড এবং ১০ বেডের আইসিইউ প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হলো।
দেশে ২০০১ সালে প্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয়। ২০২২ সাল পর্যন্ত সরকারিভাবে ৩২৫ জনের দেহে নিপাহ ভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে ২৩০ জনের মৃত্যু হয়েছে। গত বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়া তিনজনের মধ্যে দুজনকে বাঁচানো যায়নি।
চলতি বছরের ২০ জানুয়ারি সাত বছরের শিশু সোয়াদ খেজুরের রসের পান করে। পরে পরীক্ষায় নিপাহ ভাইরাস ধরা পড়ে। আক্রান্ত হওয়ার তিন দিনের মধ্যে ২৩ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
সম্প্রতি সচিবালয়ে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, চলতি মৌসুমে এ পর্যন্ত আটজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে মৃত্যুর হার শতকরা ৭০ শতাংশ।
বিএনএনিউজ/এ আর