বিএনএ,সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার দায়ে দু্ইজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পশ্চিম ঢেমশা বোর্ড অফিস এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মনছুর উদ্দিন (২৭) ও খোরশেদ আলম (৩৫)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের পাশে কৃষি জমির মাটি কেটে ট্রাকে করে পাচারের খবর আসে গভীর রাতে। তাৎক্ষণিক থানা পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দুইজনকে পাওয়া গেলেও অন্যরা পালিয়ে যায়। পরে তারা অপরাধ স্বীকার করায় দুই জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনএ/ সৈয়দ মাহফুজ-উননবী খোকন,ওজি