25 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চাঁদপুরের মতলবে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

চাঁদপুরের মতলবে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

অটোরিকশা ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে

বিএনএ, চাঁদপুর : চাঁদপুরের মতলবে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মতলব দক্ষিণের আড়ং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালক জসিম উদ্দিন মোল্লা (৪৯), হানিফ বেপারী (৩২), নূপুর আক্তার (১৮) ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ  জানান, সিএনজি টি চাঁদপুর থেকে ছেড়ে মতলবের উদ্দেশ্যে আসছিল এবং মাইক্রোবাসটি চাঁদপুর যাচ্ছিল। দুইটির মধ্যে সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মারা যান সিএনজিচালক জসীম। পরে বাকীদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে নিহত চালক ও মাইক্রোবাস ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ