18 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় শিশু তিহান নিখোঁজ, অনুসন্ধানে ডুবুরি দল

আনোয়ারায় শিশু তিহান নিখোঁজ, অনুসন্ধানে ডুবুরি দল


বিএনএ, (আনোয়ারা) চট্টগ্রাম : আনোয়ারা উপজেলার ঝিওরী গ্রামে মোহাম্মদ শাহাদাৎ হোসেন প্রকাশ তিহান (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।  বুধবার ( ২ ফেব্রুয়ারি)  বিকাল সাড়ে তিনটার দিকে তিহান নিখোঁজ হয় বলে তার পিতা আব্দুর রশীদ জানিয়েছেন। শিশু তিহান পশ্চিম বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী।

বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) সকাল থেকে আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল স্থানীয় ঝিওরী খালে তিহানের সন্ধানে অনুসন্ধান অভিযানে নেমেছে।  সকাল সাড়ে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পায়নি।

ঝিওরী গ্রামের আকতার কামাল নামের এক ব্যক্তি বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)’কে জানিয়েছে, বুধবার বিকাল তিনটার  দিকে তার বাড়ির উঠানে খেলতে আসে তিহান। কিন্তু তার নাতি  সমবয়সী সাঈদ এ সময় ঘুমিয়ে ছিল। ফলে সঙ্গে  খেলতে না পেরে সে তার বাড়ির দিকে চলে যায়। একপর্যায়ে বাড়ির পাশের খালে থাকা বাশের সাঁকো পার হয়ে ওপারে চলে যায়। সেখান থেকে নিখোঁজ হয়। স্থানীয় লোকজনের ধারণা শিশু তিহান খাল পার হওয়ার সময় সাঁকো থেকে  পড়ে গেছে। সাতার জানা না থাকায় তার কুলে উঠা সম্ভব হয়নি।
সদ্য নির্বাচিত ৬ নম্বর বারখাইন ইউনিয়নের  মেম্বার একেএম সরওয়ার জাহান বিএনএ’কে জানিয়েছে, শিশু তিহান নিখোঁজের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। বুধবার  সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত  মাইকিং করার ব্যবস্থা করেন। স্থানীয় শত শত মানুষসহ তিনি  খালের দুইপাড়ে তিহানকে খোঁজ  করেন। তাকে পাওয়া না যাওয়ায় রাতেই খবর দেন ডুবুরি দলকে। সকালে ডুবুরি দল খালের প্রায় এক কিলোমিটার এলাকায় অনুসন্ধান চালান। কোথাও তিহানের মরদেহের সন্ধান পায়নি ডুবুরী দল। অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএ/ ওয়াইএইচ/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার তিতাসের অভিযানে আরও ৮শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রিসার্চ ছাড়া ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না--উপদেষ্টা শারমীন শ্রম মন্ত্রণালয়ের ২১০ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি সাংবাদিক শিল্পীর পরিবারকে অবরুদ্ধ, বিচার দাবি সিএমইউজের একুশে পদকপ্রাপ্তদের গ্রুপ ফটোসেশনের রেওয়াজ পরিবর্তন হচ্ছে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয়ে বিবৃতি জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে হবে-পার্বত্য উপদেষ্টা বায়ুদূষণ ও পলিথিন বিরোধী অভিযান: ৪০ লাখ টাকা জরিমানা