16 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কবর খুঁড়তে গিয়ে যুবকের মৃত্যু

কবর খুঁড়তে গিয়ে যুবকের মৃত্যু

কবর খুঁড়তে গিয়ে যুবকের মৃত্যু

বিএনএ,ময়মনসিংহ:ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মৃত ব্যক্তির জন্য কবর খুঁড়তে কোদালের কোপ দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তি।বুধবার(৩ ফেব্রুয়ারি)সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।মৃত বাবুল মিয়া নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় এলাকার মৌয়াজ আলীর ছেলে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান,মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) রাতে সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড়ের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫)মারা যান। মঙ্গলবার সকালে কবরস্থানে কবর খুঁড়তে যান বাবুল মিয়া।কোদাল দিয়ে মাটিতে কোপ দিতেই সেখানে ঢলে পড়েন তিনি। এরপর লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদের বরাত দিয়ে ওসি বলেন,বাবুল মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। ধারণা করা হচ্ছে, কবর খোঁড়ার সময় হঠাৎ স্ট্রোক করে বাবুলের মৃত্যু হয়। পরে সেখান থেকে বাবুল মিয়ার মরদেহ বাড়িতে নেয়া হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ