22 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর দপ্তরে খোলা চিঠি পাঠালো জবি কর্মচারীরা

প্রধানমন্ত্রীর দপ্তরে খোলা চিঠি পাঠালো জবি কর্মচারীরা

প্রধানমন্ত্রীর দপ্তরে খোলা চিঠি পাঠালো জবি কর্মচারীরা

বিএনএ, জবি: দৈনিক হাজিরা ভিত্তিক চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রীর দপ্তরে খোলা চিঠি পাঠালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিনশত কর্মচারী।

বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর দপ্তরে এ খোলা চিঠি পাঠান কর্মচারীরা।

খোলা চিঠিতে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মমতাময়ী মা হিসেবে আপনি বাংলাদেশ ও বিশ্বের কাছে পরিচিত। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (দৈনিক হাজিরা ভিত্তিক) মাস্টার রোলে নিয়জিত প্রায় তিনশত কর্মচারী খুব কষ্টে জীবনযাপন করছি। আমরা দৈনিক ৫০০ (পাঁচশত) টাকা বেতনে চাকুরি করি। এর মধ্যে কেউ কেউ আমরা ১০ থেকে ১২ বছর ধরে চাকরি করছি। মাসে ১৮ অথবা ২০ দিন হাজিরায় আমাদের মাসিক বেতন দাঁড়ায় নয় কিংবা দশ হাজার টাকা। এর মধ্যে দুই ঈদ এবং শীত ও গ্রীষ্মকালীন সময়ে আমাদের মাসে ৮ দিনের মতো হাজিরা হলে বেতন দাঁড়ায় ৪ হাজার টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে আমরা আমাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে অপারগ।
প্রধানমন্ত্রীর দপ্তরে খোলা চিঠি পাঠালো জবি কর্মচারীরা

চিঠিতে তারা আরও বলেন, বর্তমানে দৈনন্দিন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের তুলনায় আমাদের মাসিক এ অর্থ খুবই নগন্য। মাস শেষে আমাদের অনেকের কাছে হাত পাততে হয়। বাবা হিসেবে সন্তানের নূন্যতম চাহিদা পূরণ করতে না পারলে এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন তারা।

এসময় চিঠিতে আবেদন জানিয়ে তারা বলেন, মমতাময়ী মা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের চাকুরিটা স্থায়ীকরণে পদক্ষেপ নিলে আমরা তিনশত কর্মচারী সাথে তিনশত পরিবারের প্রায় ১২ থেকে ১৫শ লোক দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারব। এ বিষয়ে মমতাময়ী মায়ের দৃষ্টি আকর্ষণ করছি।

বিএনএনিউজ/সাহিদুল,মনির

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র