16 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ঢাবির হলে মাদক সেবনের সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাবির হলে মাদক সেবনের সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাবির হলে মাদক সেবনের সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে মাদকসেবন করা অবস্থায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে হলের পশ্চিম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই নেতার নাম মেহেদী হাসান (৩৫)। তিনি এসএম হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

এ বিষয়ে প্রক্টর বলেন, ‘আমাদের কাছে খবর ছিলো যে, সলিমুল্লাহ মুসলিম হলে কয়েকজন বহিরাগত মাদকসেবন করছে। আমরা পুলিশসহ সেখানে গিয়ে এর সত্যতা পাই। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা মেহেদী হাসানকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সলিমুল্লাহ মুসলিম হলে এই ছাত্রলীগ নেতা নিয়মিত মাদক সেবন করতো বলে বিভিন্ন সময় হল প্রশাসন থেকে আমাদের কাছে অভিযোগ আসতো। তাকে পূর্বে একাধিকবার সতর্ক করে দেওয়ার পরও সে সতর্ক না হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। তাই সে যেন এসব থেকে শিক্ষা নিয়ে সংশোধিত হতে পারে, সেজন্যা তাকে পুলিশের হাতে দেয়া হয়েছে।’

জানা যায়, মেহেদী হাসান কয়েক বছর ধরে ওই হলে মাদক সেবন করতো। সাবেক ছাত্রলীগ নেতা শোভন-রব্বানীর সময় তার বিরুদ্ধে মাদক সরবারাহের অভিযোগও উঠেছিল। কিন্তু সে শোভনের বন্ধু হওয়ায় তাকে নিয়ে কেউ কথা বলার সাহস পেত না। ক্যাম্পাস দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও সে নিয়মিত হলের মধ্যে মাদক সেবন করতো।

বিএনএনিউজ/আজিজুল, জেবি

Loading


শিরোনাম বিএনএ