বিএনএ, পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। কনকনে তীব্র শীতে তাপমাত্রা কমে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর তিন ঘণ্টা আগে ভোর ৬ টায় সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এ তাপমাত্রা দেশের মধ্যে এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন বলে জানা গেছে।
জেলার আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যেবক্ষক মো. রোকনুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ভোর ৬ টায় সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা অনুযায়ী তেঁতুলিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ বইছে।
বিএনএনিউজ/এইচ.এম।