বিএনএ, চট্টগ্রাম : রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাত দেড়টায় রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ নোয়াগাঁও এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তারা।
স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম জানান, রাত দেড়টার দিকে ওয়ার্ডটির বাচা মৌলভীর বাড়ির একটি বসতঘরে বৈদ্যুতিক মিটার থেকে হঠাৎ আগুন ধরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বিধবা নারী খুরশিদা বেগম ও আলকুমা বেগম এবং লালু মিয়া ও ওসমান গণির মালিকানাধীন চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তারা কিছুই বের করতে পারেনি।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান, আগুনে ৪ জন মালিকের বিভিন্ন পরিমাপের একাধিক কক্ষ বিশিষ্ট ৩ টি কাঁচাবসত ও ১টি সেমিপাকা বসত ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে । এলাকাবাসির তাৎক্ষণিক তৎপরতায় আশেপাশের বসতঘরগুলো রক্ষা পেয়েছে ।
বিএনএ,নিউজ/রেহানা/ এইচ.এম।