বিএনএ, চট্টগ্রাম : সীতাকুণ্ডের সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী ট্রেনের বগি চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (০৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ভোর ছয়টার দিকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন শুকলাল হাট এলাকায় পৌঁছালে বগি লাইনচ্যুত হয়।
কয়েকজন যাত্রীর দাবি, ট্রেনের ইঞ্জিনের লাগোয়া বগি লাইনচ্যুত হলেও খবর পাননি চালক। লাইনচ্যুত অবস্থায় ট্রেনটি কিছুটা পথ পাড়ি দেয়। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থামানো হয়।
ট্রেনের যাত্রী আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে কুমিল্লার লাকসাম যাচ্ছিলাম। হঠাৎ দেখি গাড়ির ভেতরে অন্ধকার হয়ে গেছে।প্রথমে ভেবেছিলাম কুয়াশায়। কিন্তু পরে দেখি, ট্রেনের ধোঁয়া বগির ভেতরে ঢুকে অন্ধকার হয়ে গেছে। তখনো ট্রেন চলছিল। কিন্তু চালক বুঝে উঠতে পারেননি। কিছুক্ষণ পর ট্রেন হঠাৎ থেমে যায়।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বগি লাইনচ্যুত অবস্থায় দেখি। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে তা বলতে পারছিনা।
বিষয়টি জানতে রেলওয়ে চট্টগ্রামের পরিবর্তন কর্মকর্তা আনিসুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিএনএ,নিউজ/রেহানা/এইচ.এম।