29 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাই বিএনপির আহ্বায়কসহ ১২ নেতাকর্মী গ্রেপ্তার

মিরসরাই বিএনপির আহ্বায়কসহ ১২ নেতাকর্মী গ্রেপ্তার


বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় কর্মসূচি পালন শেষে শহরে ফেরার পথে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়দারগাহাট স্কেল এলাকায় ব্যারিকেট দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মিরসরাই থানা সূত্র জানায়,  মিরসরাই থানাধীন ১২ নং খৈয়াছড়া ইউপিস্থ বড়তাকিয়া বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মহাসড়কের যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্বাচন বিরোধী প্রচার প্রচারনা ও লিফলেট বিতরন করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম সহ ১০ জনকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে নির্বাচন বিরোধী লিফলেট জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, মিরসরাই উপজেলা বিএনপি আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলাউদ্দিন (৪৫) ১১ নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ মমিনুল ইসলাম (৩১), জেলা যুবদলের সদস্য দিনাজ (৩৬), জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন টিপু (২৭), জেলা ছাত্রদলের শসা সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম (২৮), ১৫ নং ওয়াহুদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাহমুদ (২৫) জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন বিশ ছাত্রদলের সদস্য মোঃ শাহেদ ও বিএনপি সদস্য মোঃ অলিউল্লাহ (৪৫)। এছাড়া সন্দেহজনক আরও তিনজনকে আটক পরবর্তী যাচাই বাছাই করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

মিরসরাই থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম জানান,  আটককৃতদের বিরুদ্ধে মিরসরাই থানা সহ চট্টগ্রামের বিভিন্ন থানায় নাশকতা সহ দ্রুত বিচার আইনে বিভিন্ন মামলা রয়েছে। তারা সকলেই বিএনপির সক্রিয় নেতাকর্মী।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী সহ নেতাকর্মীদের গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ