৫:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে অস্ত্রসহ যুবক গ্রেফতার

কক্সবাজারে অস্ত্রসহ যুবক গ্রেফতার


বিএনএ,কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার নিকটবর্তী পাওয়ার হাউজ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী দুইটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।
কক্সবাজার সদর উপজেলাস্থ পাওয়ার হাউজ স্টেশনে আজ (৩ জানুয়ারী) মঙ্গলবার রাতের প্রথম প্রহরে এক যুবক র‍্যাব কে দেখে পালানোর চেষ্টা করলে র‍্যাব তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত যুবক সদর উপজেলার বাসটার্মিনালস্থ লার পাড়া ইয়ার মোহাম্মদ সওদাগরের ছেলে মিজানুর রহমান (২৬)

ধৃত ব্যাক্তির দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে দেশীয় তৈরী দুই টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে ধৃত ব্যক্তি জানায় সে স্থানীয় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্য অস্ত্রগুলো তার হেফাজতে রেখেছিল।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেছে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিড়িয়া) আবু সালাম চৌধুরী।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ