35 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনায়

বিএনএ, ঢাকা: রাজধানীতে পৃথক তিন দুর্ঘটনায় এক কিশোরসহ তিন জনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে এবং সোমবার রাতে রাজধানীর খিলগাঁও থানার বটতলা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন কসাইবাড়ি রেলক্রসিং এবং আদাবর থানার সুইচ গেট বেড়িবাঁধ এলাকায় এসব পৃথক দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, কিশোর মো. বুলবুল আহমেদ (১৬), মো. সাইদুল আলম (৫৫) ও মো. মাসুদ (৪০)। তাদের মধ্যে নিহত সাইদুর জীবন বীমার কর্মী এবং মাসুদ পেশায় ট্রাক চালক বলে জানা গেছে। মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক ও সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।  মৃত সাইদুল আলম শরীয়তপুর জেলার ডামুড্যা থানার সিকরা গ্রামের এবিএম শফিউল্লার পুত্র এবং বুলবুল নীলফামারী জেলার পলাশপুর থানার রশিদুল ইসলামের পুত্র।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. কামরুল ইসলাম জানান, সোমবার রাতে বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন কসাইবাড়ি রেলক্রসিং এলাকায় কিশোর বুলবুল দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

এদিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁও বটতলা রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় জীবন বীমা করপোরেশনের  কর্মী সাইদুল আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

আদাবর থানার এসআই দীপঙ্কর হালদার জানান, সোমবার দিবাগত রাতে আদাবর থানার সুইচ গেট বেড়িবাঁধ এলাকায়  ট্রাকের ধাক্কায় মাসুদ নামে এক ব্যক্তি মারা গেছে। দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাক জব্দসহ ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্যে নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ