বিএনএ স্পোর্টস ডেস্ক: রাচিন রবীন্দ্রের করা ইনিংসের ১২৫তম ওভারের প্রথম বলে এক রান নেন মুমিনুল হক। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই লিড ঐতিহাসিক! টেস্টে এশিয়ার বাইরে পরে ব্যাট করে বা প্রথম ইনিংস শুরু করে এই প্রথম লিড পেল টাইগাররা।
হাতে ৬ উইকেট নিয়ে ২১ রানে পিছিয়ে থেকে চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। তৃতীয় সেশনে লিডের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে তৃতীয় দিনেও বাংলাদেশি ব্যাটাররা দাপট দেখিয়ে নিয়ে নিল লিড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ৩৪৬ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুমিনুল (৮০) ও লিটন দাস (৭০)। টাইগাররা লিড নিয়েছে ১৮ রানের।
চা বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০৭ রান করে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩২৮ রান করে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ২৬ ওভারে ৮৭ রান করে সফরকারী দল।
টাইগাররা তৃতীয় দিন শুরু করে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে। তবে দিনের শুরুতে ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় সফরকারী দল। আগেরদিনের ৭০ রান নিয়ে দিন শুরু করেছিলেন তিনি। কিন্তু তার সঙ্গে ৮ রান যোগ করতেই নিল ওয়াগনারের তৃতীয় শিকার হিসেবে সাজঘরে ফেরেন জয়।
তবে ধীরস্থির ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন মুমিনুল। মাঝখানে মুশফিকুর রহিম (১২) ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হলেও উইকেটরক্ষক লিটনকে নিয়ে দলের ইনিংস বড় করতে থাকেন বাংলাদেশের অধিনায়ক।
বিএনএনিউজ২৪/ এমএইচ