16 C
আবহাওয়া
৯:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » যৌতুক দাবি: শওকত ইমনের মামলা ট্রাইব্যুনালে

যৌতুক দাবি: শওকত ইমনের মামলা ট্রাইব্যুনালে

যৌতুক দাবি: শওকত ইমনের মামলা ট্রাইব্যুনালে

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): স্ত্রী কাছে যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবির অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনের বিরুদ্ধে করা মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এ বদলির আদেশ দেন। মামলাটির পরবর্তী বিচারিক কার্যক্রম ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে।

গত বছরের ২৬ নভেম্বর স্ত্রী রিদিতা রেজার করা মামলায় ইমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশের পরিদর্শক তাহমিনা রহমান। এর আগে ২০ সেপ্টেম্বর রিদিতা রেজা বাদী হয়ে যৌতুকের জন্য মারধরের ঘটনায় রমনা থানায় স্বামী শওকত আলী ইমনের নামে একটি মামলা করেন। মামলায় ২৫ সেপ্টেম্বর ইমনকে ইস্কাটনের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালত হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এরপর ১ অক্টোবর ইমন দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি ছিল তার তৃতীয় বিয়ে।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ