24 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ পদাতিক ডিভিশনের দায়িত্ব নিলেন মেজর জেনারেল সাইফুল আবেদীন

২৪ পদাতিক ডিভিশনের দায়িত্ব নিলেন মেজর জেনারেল সাইফুল আবেদীন

২৪ পদাতিক ডিভিশনের দায়িত্ব নিলেন মেজর জেনারেল সাইফুল আবেদীন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

রোববার (৩ জানুয়ারি) চট্টগ্রাম সেনা নিবাস সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ডিসেম্বর সরকারী আদেশে তাকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম হিসেবে নিয়োগ করা হয়। তিনি এর আগে সাভারে নবম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। সাইফুল আবেদীন তিন বছর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এরপর গত ফেব্রুয়ারিতে তাকে নবম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়।

মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ২৫ ডিসেম্বর ১৯৮৬ সালে ১৫তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সোর্ড অব অনার’ এবং একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য ‘ওসমানী স্বর্ণপদক’ অর্জন করে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি বাংলাদেশ মিলিটারী একাডেমি চট্টগ্রামে প্রশিক্ষক এবং ব্যাটালিয়ন কমান্ডার, ৭১ মেকানাইজড ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টার এর কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট, ডিজিএফআই এর মহাপরিচালক এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সাভার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরুপ তিনি সেনাবাহিনীর ‘বিশিষ্ট সেবা পদক’ এবং ‘সেনা গৌরব পদক’ অর্জন করেন।

তিনি পার্বত্য চট্টগ্রামে দীর্ঘকাল বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও লক্ষিছড়ী জোনে কর্ম অভিজ্ঞতাসহ তিনি সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেডের জেনারেল স্টাফ অফিসার গ্রেড-৩ এবং সদর দপ্তর ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি তিনি কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি থেকে ‘চ্যান্সেলর’স এ্যাওয়ার্ড’ সহ এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএচইডি গবেষণারত।

মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন অফিসার হিসেবে কুয়েতে এবং চিফ অব স্টাফ হিসেবে আইভরিকোষ্টে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের পিতা। তার স্ত্রী ডা. ফাতেমা-তুজ-জোহরা একজন চিকিৎসক।

বিএনএনিউজ/মনির

 

Loading


শিরোনাম বিএনএ