31 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনার ভ্যাকসিনে বিভ্রান্তির কোন সুয়োগ নেই : সুজন

করোনার ভ্যাকসিনে বিভ্রান্তির কোন সুয়োগ নেই : সুজন

করোনার ভ্যাকসিনে বিভ্রান্তির কোন সুয়োগ নেই : সুজন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী নতুন বছরে কোভিড-১৯ থেকে মুক্তির জন্য দেশবাসীর সামনে সভ্যতার নতুন অবদান উপস্থাপন করছেন। চলতি মাসের শেষে করোনাভাইরাসের ভ্যাকসিন দেশে আসার কথা রয়েছে। ভ্যাকসিন নিয়ে আমরা আশাবাদি। এ বিষয়ে বিভ্রান্তির কোন সুয়োগ নেই। প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপের কারণে কোভিড-১৯ এ বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ কম।

রোববার (৩ জানুয়ারি) নগরীতে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চসিক প্রশাসক সুজন বলেন, ১৮ বছর বয়সী কিশোররা করোনা ভ্যাকসিন পাবেন না এ নিয়ে কিছু ভুঁইফোড় গণমাধ্যম যে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন সে ব্যাপারে দেশ ও নগরবাসীকে সজাগ থাকতে বলেন।

তিনি কোন ধরণের গুজবে নগরবাসীকে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলেন আমরা করোনা নিয়ে আশাবাদি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির বলেন, সাধারণ তাপমাত্রায় করোনার ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীগণ, সম্মুখ সারির কর্মীগণ, রোগ প্রতিরোধহীন ও ক্ষমতাহীন জনগোষ্ঠী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন প্রদান করা হবে। এখন পর্যন্ত করোনার আবিস্কৃত ভ্যাকসিন শতভাগ নিরাপদ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও কোভিড ইউনিটের ফোকাল পারসন অধ্যাপক ডা. মো.আবদুস সাত্তার বলেন, ওয়ার্ল্ড হেলথ্ অর্গানাইজেশন (হু)’র নির্দেশনা অনুসারে যে কোন রাষ্ট্রের জ্যেষ্ঠ নাগরিক (সিনিয়র সিটিজেন) গণ অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন পাওয়ার অধিকার রাখে। সেই মতে রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হলেন ৬০, ৬৫ বছর ঊর্ধ্বে নাগরিকগণ।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক মো.হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.আসিফ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আকতার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড.গাজী গোলাম মাওলা, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা মো.আলী প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং আ্যাস্ট্রোজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন বংলাদেশে সরবরাহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ভ্যাকসিনটি উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউটের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ সরকারকে তিন কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ