29 C
আবহাওয়া
৩:১৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ৯৯৯ এ ফোন, দুর্লভ প্রজাতির শঙ্খচিল উদ্ধার

৯৯৯ এ ফোন, দুর্লভ প্রজাতির শঙ্খচিল উদ্ধার

৯৯৯ এ ফোন, দুর্লভ প্রজাতির শঙ্খচিল উদ্ধার

বিএনএ, ঢাকা :জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে রাজধানীর বারিধারা এলাকা থেকে একটি দুর্লভ প্রজাতির শঙ্খচিল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

রোববার ৯৯৯ থেকে জানানো হয়েছে, শনিবার রাত ৮টায় ৯৯৯এ একজন কলার বারিধারা থেকে ফোন করে জানান, কানাডিয়ান এম্ব্যাসীর পাশে একটি কৃষ্ণচূড়া গাছে ঘুড়ির সুতায় একটি দুর্লভ প্রজাতির পাখি আটকে আছে। পাখিটি ক্রমাগত ডানা ঝাপ্টাচ্ছিল কিন্তু সুতায় এমনভাবে আটকে ছিলো কোনোভাবেই ছাড়াতে পারছিলোনা। কলার ৯৯৯ কে পাখিটি উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ থেকে বিষয়টি গুলশান ফায়ার সার্ভিস স্টেশনে জানিয়ে পাখিটি উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। সেইসঙ্গে বিষয়টি একটি স্বেচ্ছাসেবী বন্য প্রাণী উদ্ধারকারী সংস্থা রবিনহুডকেও জানিয়ে উদ্ধারে সহায়তার জন্য অনুরোধ জানানো হয়।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় অবশেষে রাত নয়টায় ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মই ও সরঞ্জাম ব্যবহার করে রবিনহুডের স্বেচ্ছাসেবীরা প্রায় পঞ্চাশ ফিট উঁচু থেকে পাখিটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পাখিটি একটি দুর্লভ প্রজাতির শঙ্খচিল বলে জানা যায়। শঙ্খচিলটিকে বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ