24 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্য:মির্জা ফখরুল

মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্য:মির্জা ফখরুল

মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্য:মির্জা ফখরুল

বিএনএ,ঢাকা: নিত্যপণ্যের দাম বৃদ্ধি,পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং তাদের পদত্যাগের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।কর্মসূচি হচ্ছে, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ  ৭ জানুয়ারি সারাদেশে থানা পর্যায়ে মানববন্ধন এবং ১০ জানুয়ারি সারাদেশে পৌরসভা এবং মহানগরে মানববন্ধন।

রোববার(৩ জানুয়ারি)বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেেএ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সে সময় তিনি আরও বলেন,নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক।চাল,ডাল,তেল, শাখ-সবজির দাম বেড়েছে।এটি এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও সরকারের সেদিকে কোন নিয়ন্ত্রণ নেই। দলীয় নেতাকর্মীদের লাভের জন্যই সরকার এসব কারসাজি করছে তারা।সরকার যখন ২০০৮ সালে নির্বাচন করে তখন জনগণের কাছে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলো। তারা বলেছিলো ১০ টাকা কেজি চাল দেবে, বিনা পয়সায় সার দেবে এবং ঘরে ঘরে চাকুরি দেবে।পত্রিকায় বেরিয়ে যে, ১০ টাকা কেজি চালের ৭ লাখ কার্ড ভুয়া।এটা সরকারের খাদ্য অধিদপ্তর বলছে। তাহলে বুঝা যায় যে, এটা নিয়ে কী ধরনের দুর্নীতি চলছে।১০ টাকা কেজি চাল কিনে তা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।সেটা সরকারি দলের মদদপুষ্ঠলোকরা করছে। সেইসঙ্গে বিভিন্ন ভাতা ও বিভিন্ন খাদ্য সাহায্য ওএমএস, কাবিখা, টিআর এর দুর্নীতি চরমভাবে চলছে। এখানে পুরোটাই দলীয়করণ করা হয়েছে।এই কারণে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে ৭ জানুয়ারি সারাদেশে থানা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।এই দাবিটিও কর্মসূচি থাকবে বলে জানান মির্জা ফখরুল।

পৌর সভা নির্বাচনের ঘটনাপ্রবাহ তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকার সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।এই নির্বাচন কমিশন কোনোটাতেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার যোগ্য নয়।এই কমিশন একেবারেই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে।একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে অবিলম্বে কাল বিলম্ব না করে প্রধান নির্বাচনসহ সব কমিশনারের পদত্যাগ করা উচিত।নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ১০ জানুয়ারি পৌর সভা ও মহানগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। স্বচ্ছ রাজনীতি বলতে আওয়ামী লীগ ভোট ডাকাতিকে বোঝায় কিনা জানতে চান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, সরকারের মন্ত্রী ও সমাজের উচ্চশ্রেণি মানুষের জন্য ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে। করোনার ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে সরকারের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই।করোনার বিষয়ে এখনও জনগণের সামনে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না।তারা সব তথ্য গোপন করে জনগণের জীবন নিয়ে পরিহাস করছে।সরকারের মন্ত্রী বলছেন ভ্যাকসিনের দাম পড়বে ৪২৬ টাকা।এই টাকা সরকার পরিশোধে করবে নাকি জনগণকেই দিতে হবে তা পরিস্কার করা হচ্ছে না।সরকারের পক্ষ থেকে দেশে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা যা বলা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।অবিলম্বে এ বিষয়ে পরিপূর্ণ কর্মপরিকল্পনা জনগণের সামনে প্রকাশের দাবি জানান মির্জা ফখরুল।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ